শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
মুজিব শতবর্ষ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১৬টি ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা বাড়ি।
মঙ্গলবার বিকেলে উপজেলার আমবাড়ী গ্রামে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন পরিবারের মাঝে বাড়ির চাবি তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) রেজাউল করিম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম রাসেল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সোবহান মন্ডল প্রমূখ।