এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলায় নির্মাণাধীন ইটের দেয়াল ধ্বসে পড়ে সাজ্জাদ হোসেন (৫) ও মাহফুজা বেগম ওরফে রোবেদা (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামে এঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন শীতলাই গ্রামের ইদ্রীস আলীর ছেলে এবং মাহফুজা বেগম একই গ্রামের প্রতিবেশি সাইফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, রোবেদা নিজ বাড়ীর পাশে খড়ের পালা দেওয়ার জন্য প্রতিবেশী শিশু সাজ্জাদ হোসেনের দাদা হযরত আলীর নিমাণাধীন প্রাচীরের গেইটের ছাদে উঠে। তখন নিচে শিশু সাজ্জাদ হোসেন খেলাধুলা করছিল। এ সময় গেইটের স্লাব ধসে পড়ে শিশু সাজ্জাদ হোসেন চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এছাড়া রোবেদা স্লাবের চাপায় গুরুত্বর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।