এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু পৌর এলাকার পোষ্ট অফিস থেকে আশা সমিতির গেট পর্যন্ত সিসি ও আশা সমিতির গেট হতে হারুনের বাড়ী পর্যন্ত ড্রেন নির্মাণকরনের জন্য ২ লক্ষ টাকা (কাবিটা প্রকল্প) প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো: মোশারফ হোসেন।
সোমবার বিকেলে কাহালু পৌর এলাকায় এমপি মোশারফ হোসেনের স্বাক্ষরিত কাবিটার ফরম প্রকল্পের সভাপতি ও কাহালু পৌরসভার কাউন্সিলর রশিদা আকতার বাবলীর কাছে পৌঁছে দেন বিএনপি নেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোধ আব্দুল মান্নান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মালঞ্চা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মো: নেছার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাহালু পৌরসভার কাউন্সিলর শাহজাহান আলী সহ বিএনপির নেতৃবৃন্দ।