এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রশিদ ও রওশন আকতার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা তথ্য সেবা অফিসার মরিয়ম আকতার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আরা খানম, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।