নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষন কমিটির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরিুল ইসলাম আমিরের সভাপতিত্বে ওই অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন- বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষন কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক লিটন শেখ বাঘা।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষন কমিটির নব নির্বাচিত সভাপতি আলমগীর হোসেন আলম। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ কবির আহম্মেদ মিঠু।
তিনি বলেন, আগামী দিনে শ্রমিক সংগঠনের যে কোন বিপদে আপদে লড়াই সংগ্রামে ন্যায্য অধিকার আদায় ও বাস্তবায়নের লক্ষে যে কোন কর্মসূচীতে অংশগ্রহণ সহ সকল কাজে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। অদক্ষ শ্রমিকদের শ্রম দপ্তরের মাধ্যমে কর্মমূখি শিক্ষা ও প্রশিক্ষণ সহ অসুস্থ শ্রমিকদের আর্থিক সহযোগিতা করার জন্য কর্তৃপক্ষের প্রতি উদাত্ব আহ্বান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়ার উপ-শ্রম পরিচালক শহিদুজ্জামান, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের উপদেষ্টা কামরুল আলম রিপু, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহমুদ শরীফ মিঠু, জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষন কমিটির সাবেক আহ্বায়ক মুহাঃ আব্দুল মোমিন মন্ডল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক মানিক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ,কে,এম, গোলাম আনসারী স্বপন, বাবলু মোল্লা, আঃ মতিন, বাংলাদেশ লেবার ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আঃ গাফফার, শ্রমিক নেতা ইমরান হোসেন সুলতান, মাফরুজ্জামান ওমেক্স, জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি মোখলেছুর রহমান, শুভ শেঠ, আবু রায়হান, জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষন কমিটির কার্যকরী সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ তারাজুল ইসলাম এবং নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বগুড়ার ৩১টি শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।