নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ এজাহারভুক্ত ১১ জনই জামিন পেয়েছেন।
সোমবার বগুড়ার এ্যাডভোকেট আতিকুল ইসলাম পায়েল এতথ্য নিশ্চিত করে জানান, এই মামলায় বিবাদীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্ব-শরীরের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ধুনট পোষ্ট অফিসের উত্তর পাশ্বের একটি চায়ের দোকানে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।
এঘটনায় গত ১ জানুয়ারী মতিউর রহমান বাদী হয়ে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হলেন, ধুনট উপজেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সাত্তার, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সভাপতি আলেফ বাদশাহ্, ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বিপুল হাসান, সাবেক সদস্য ফারুক, ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, সাবেক ছাত্রলীগ নেতা রনি সাহা, সালমান, আব্দুল হান্নান ও রাসেল মাহমুদ।