জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা :
আগামী ৩১ জানুয়ারী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪১ জন ও সাধারণ সদস্য পদে ৪০২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৩ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন জানান, কর্ণিবাড়ী ইউনিয়নে কাজী মাহাবুল আলম, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, তোজাম্মেল হক, খাদেমুল ইসলাম আকন্দ, মোখলেছুর রহমান, জাহিদুল ইসলাম, বোরহান আলী, আনছার আলী মাস্টার।
কুতুবপুর ইউনিয়নে আতাউর রহমান মিঠু, আলী আছগর, ইমরান আলী রনি, গাজিউল হক, মুঞ্জুরুল হক, রুহুল আমিন, এম.এ সামাদ খান, শরিফ হোসেন, শহিদুল ইসলাম, মো: জেলানী।
ফুলবাড়ী ইউনিয়নে চেয়ারম্যানের জন্য ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন, এর মধ্যে সংরক্ষিত মহিলা ১৭ জন এবং ৪৯ জন সাধারন সদস্য রয়েছেন।
এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আনোয়া হোসেন, আকাতারুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাজ্জাক, তাহেরুল ইসলাম, ছামচুল আলম, সাইফুল ইসলাম, রাজু আহম্মেদ, আনোয়ারুত তারিক মোহাম্মদ, ফজলুল করিম নিপু, রেজাউল করিম, রফিকুল ইসলাম, কামালপুর রাছেদুউজ্জামান রাসেল, হেদায়দুল ইসলাম, অধ্যক্ষ মোকলেছুর রহমান, মোকলেছার রহমান হিল্টু, জাহাঙ্গীর আলম, খায়রুজ্জামান, নজরুল ইসলাম নয়ন,
ভেলাবাড়ী ইউনিয়নে শরিফুল ইসলাম শিপন, মহির উদ্দিন প্রামানিক, লুৎফুল হায়দার রুমি, আইনুল ইসলাম মন্ডল, গোলাম রব্বানী টুকু, আবু বক্কর সিদ্দিক, সোহানী নূরজাহান, রুবেল উদ্দীন, লুৎফা বেগম, নারচি ইউনিয়নে আলমগীর হোসেন, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, মোশলেকুর রহমান, আবুল কাশেম, হেলাল উদ্দিন তরফদার,
চন্দনবাইশা ইউনিয়নের সাহাদত হোসেন দুলাল, আব্দুর রাজ্জাক (নয়া মিয়া), মোছা: শিল্পী আক্তার, মাহমুদুন নবী হিরু, বোহাইল ইউনিয়নে আসাদুজ্জামান খাঁন, নাইমুল হক, তাহেরুল ইসলাম, আব্দুল মজিদ, গোলাম মোস্তফা তরফদার টুকু, হাটশেরপুর ইউনিয়নে রয়েছেন, হামিদুল ইসলাম, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, জিয়াউল হক, শাহিন বাদশা, মতিয়ার রহমান মতি হাজারী, মেহেদী হাসান,
কাজলা ইউনিয়ন থেকে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন, তারা হলেন, শাহ জাহান আলী মোল্লা, তারেক বিন রফিক, এ.বি.এম শামছ উদ্দিন জিন্নাহ, রাশেদ মোশারফ, তোজাম্মেল হোসেন, এ.এস.এম রফিকুল,
এছাড়াও সদর ইউনিয়ন থেকে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, আব্দুল কাফী, আব্দুল আলিম, লাল মাহমুদ, সাহাম্মত করিম, জাকিউল আলম সোহেল।
উল্লেখ্য, উপজেলায় ১২ ইউনিয়নের মধ্যে ১১ ইউনিয়নে নির্বাচন হলেও চালুয়াবাড়ী ইউনিয়নে আইনগত জটিলতা থাকায় আপাতত ইউপি নির্বাচন হচ্ছে না।