এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে ১০৫ জন অসহায় মানুষদের মাঝে ১ ব্যান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে কাহালু উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত্ব ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো: হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, কাহালু মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।