
নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ২৩ পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
ধুনট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
