সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান হাতিবান্ধা গ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ইউনিয়ন যুবলীগ নেতা ওয়াজির হোসেন তাবীব সরকার ছনির আয়োজনে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এলাকার দু:স্থ গরীবদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
রায়নগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ররিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান কাজী। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী বাবলু মিয়া বাবু, মহাস্থান বন্দর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল পাশা, স্থানীয় মসজিদের কোষাধক্য জাহেদুর রহমান, টিএম.এস.এস কর্মকর্তা বিশিষ্ট কন্ঠ শিল্পি জুয়েল মাহমুদ প্রমুখ।