নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক হিসেবে যাদেরকে শুভেচ্ছা দিয়ে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে যে সকল নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে ১৪ জন নেতাকর্মী প্রতিবাদ জানিয়ে বিবৃতি জানিয়েছেন।
বুধবার রাতে ধুনট উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে স্বাক্ষর করে প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন ওই নেতারা।
বিবৃতিদাতারা হলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহসান হাবিব, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, বন ও পরিবেশ সম্পাদক আরিফুর রহমান, সদস্য আল আমিন, সুধা বসু, আতাহার আলী, বেলাল হোসেন, একরামুল হক এটম, আকতার হোসেন, আব্দুল খালেক, গোলজার হোসেন, সুলতান মাহমুদ বাদশাহ, রফিকুল ইসলাম ও মোজাম্মেল হক।