কাজিপুরের যমুনার চরাঞ্চলের শিক্ষার্থীরা টিকা নিতে গিয়ে নদীতে পড়ে ৪ ছাত্রী আহত

কাজিপুর প্রতিনিধি: অনুসন্ধানবার্তা :
স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা নিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজিপুরের যমুনা নদী পারাপার হতে হচ্ছে। এতে এক দিকের সংকটাপন্ন হচ্ছে জীবন, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে স্বাস্থবিধি ।

জানাগেছে, গত ১২ই জানুয়ারী কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া কে.বি.বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঘোড়াগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়, খাষশুড়িবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়, খাসরাজবাড়ি, চরগিরিশ, তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে নদী বিধৌত এলাকা হওয়ার কারনে এসব চরাঞ্চলের শিক্ষার্থীদের সাধারণভাবেই ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হয়। যাত্রীদের, এরই মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়াকে কেন্দ্র করে একই নৌকাতে ২০০-২৫০ জন শিক্ষার্থীকে চাপাচাপি করে নৌকাতে পারাপার করছে স্কুল কর্তৃপক্ষ। যমুনা নদী পরাপারে নৌকাতে ধারণক্ষমতার চেয়ে প্রায় আট গুণ অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে পারাপারে একদিকে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ঝুঁকিতে অন্যদিকে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

এসব প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমরা এক নৌকাতে এত ছাত্র-ছাত্রী উঠতে অস্বীকার করলে, তারপরও স্যারেরা জোর করে এক নৌকাতে চাপাচাপি করে উঠায়’

একারনে যমুনা নদীতে খাষশুড়িবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই নৌকার সাথে ধাক্কা লেগে ৯ম শ্রেণীর ঝুমুর খাতুন, এসএসসি পরীক্ষার্থী নুপুর, ৭ম শ্রেণীর ছাত্রী শারমিন সহ চার জন পানিতে পড়ে যায়। তখন একই নৌকাতে থাকা অপর ছাত্র-ছাত্রীরা পানিতে পড়া ছাত্রীদের উদ্ধার করে। পরে আহত ছাত্রীদের নিজ নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেয়।