নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বাদ যোহর ধুনট কেন্দ্রীয় বাজার জামে মসজিদে উপজেলা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আপেল মাহমুদ, ধুনট পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল মনছুর পাশা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা সাইফুল ইসলাম ভেটু, মহাতাব জোয়াদ্দার, আইয়ুব আলী, জহুরুল ইসলাম, কবির তালুকদার, বনি আমিন, আমিনুর রহমান, সাজ্জাদ হোসেন, আব্দুস সাত্তার, রেজাউল হোসেন, মুঞ্জিল হোসেন, রফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল হালিম, সেলিম রেজা, রাজু আহমেদ, আশাদুল, ওবায়দুল, রুহুল, পিস্টন, আব্দুল আলিম, ছাত্রদল নেতা মাসুদ রানা, জুয়েল রানা, জিন্নাউর রহমান রাকিব, তমাল, ইয়াছিন, বিল্পব, হিটলার, কামরুল প্রমূখ।