নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
করোনার সংক্রামণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় বগুড়া জেলা আওয়ামীলীগের আওতাধীন তিনটি উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের ঘোষিত তারিখ স্থগিত করা হয়েছে।
এবিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িক ভাবে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।
বুধবার (১৯ জানুয়ারি) বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।