সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্বাচিত পরিচালকের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জ:
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক মনোনীত সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কাজিপুর) এর নব-নির্বাচিত পরিচালক শহিদুল ইসলাম এবং মোছাঃ আয়শা সিদ্দিকা মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার শিয়ালকোল অফিসে ৬ষ্ঠ বার্ষিক সদস্য সভায় পরবর্তী ৩বছরের জন্য পরিচালক পদে একজন পুরুষ এবং একজন মহিলা মনোনীত হন। পুরুষ পদে মনোনীত হয়েছেন চালিতাডাঙ্গা মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, এবং মহিলা পদে আয়শা সিদ্দিকা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার জনাব অখিল কুমার সাহা, ডিজিএম জনাব মোহাম্মদ মোর্শেদুর রহিম, এজিএম মোঃ রফিকুল ইসলাম।