বগুড়া জেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ধুনটে আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে কামরুল মোর্শেদ আপেলকে আহবায়ক ও রাকিব উদ্দিন প্রামানিক সিজারকে সদস্য সচিব ঘোষণা করায় আনন্দ র‌্যালী করেছে ধুনট উপজেলা যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে আনন্দ র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ধুনট বাজারে সংগঠনটির অস্থায়ী দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও ধুনট উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের সভাপতি তৌহিদুজ্জামান হিটলারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সম্পাদক জামিল উদ্দিন, মজনু মন্ডল, ধুনট পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, সাংস্কৃতিক সম্পাদক রাসেল মাহমুদ, ধুনট উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চপল হোসেন, পৌর যুব শ্রমিকলীগের সভাপতি আল আমিন মন্ডল, সদর ইউনিয়ন যুব শ্রমিকলীগের সভাপতি জিয়ারুল হক জিয়ন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নিমগাছী ইউনিয়ন যুব শ্রমিকলীগের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিকলীগ নেতা রাশেদ, রেজয়ান, জনি, টুটুল, জুয়েল প্রমূখ।

ভিডিও-