নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালের নেতৃত্বাধীন কমিটি পুনবহাল রাখায় ধুনটে মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ধুনট জিরোপয়েন্ট এলাকায় শ্রমিক ও পথচারীদের মাঝে বিতরণ করেন পৌর শ্রমিকলীগের সভাপতি ফারাইজুল ইসলাম ইজুল খান। এর আগে একটি আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সদস্য ফরহাদ হোসেন, পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি রিপন খান, যুগ্ন সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক গুপিনাথ, ১নং ওয়ার্ডের সভাপতি সোহেল, শ্রমিকলীগ নেতা রুস্তম আলী বিদ্যুৎ সহ প্রমূখ নেতৃবৃন্দ।