রাকিব মাহমুদ ডাবলু, গাবতলী (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
৬ষ্ঠ ধাপে বগুড়ার গাবতলী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
নেপালতলী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবু নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার হায়দার গামা (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৮২৭ ভোট।
এছাড়া অপর প্রার্থী আইয়ুব মাষ্টার (চশমা) ১হাজার ৫৪৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ৪র্থস্থানে রয়েছেন মনিরুল ইসলাম (আনারস) ৩০৯ ভোট, ৫ম স্থানে আবু নাহিদ কবীর মনা (অটোরিক্সা) ১৪৫ ভোট এবং ৬ষ্ঠ স্থানে সবুজ মিয়া (চশমা) ৬৩ ভোট। অপরদিকে সোনারায় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান আলতাব (নৌকা মার্কা) ৫হাজার ৬০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম (চশমা মার্কা) পেয়েছেন ৫হাজার ৫৪৪ ভোট।
এছাড়া ৪ হাজার ৫৬০ ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন আজাদুল ইসলাম (মোটর সাইকেল)। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম (ঘোড়া) পেয়েছেন ১হাজার ৯০২ ভোট, ইঞ্জিনিয়ার নাজমা আকতার (আনারস) ২৭৩ ভোট এবং হেলাল উদ্দিন (অটোরিক্সা) ১৫৩ ভোট।
উল্লেখ্য, ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৫ই জানুয়ারিতে গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো। ইউনিয়ন বিভাজনের কারণে অবশিষ্ট ৩টি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল। সেই ৯টি ইউনিয়নের ফলাফলে সে সময় ৪টি ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী এবং ৫টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছিলেন।
সোমবার (৩১ জানুয়ারি) ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলীতে স্থগিত হওয়া তিন ইউনিয়নের মধ্যে সোনারায় ও নেপালতলী ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই দুটি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন।
এছাড়া আশরাফুল হক গোল্লা নামের এক চেয়ারম্যান প্রার্থী গত ২৬ জানুয়ারি বিকেলে সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় সুখানপুকুর ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
এখন আগামীতে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলীতে শুধুমাত্র সুখানপুকুর ইউনিয়নেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন এসব তথ্য নিশ্চিত করেন।