সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে মোস্তাফিজার রহমান মোস্তা সভাপতি ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ২য় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে তাদেরকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আলরাজি জুয়েল, যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা আওয়ামী লীগ সদস্য পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।