নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট :
বগুড়ার ধুনট উপজেলায় বন্ধন রক্তদান সংগঠনের উদ্যোগে ৭ম তম সিক্সার সাইড শর্ট ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়েছে। টূর্ণামেন্টে নলডাঙ্গা ফুটবল একাদশকে ০/২ গোলে হারিয়ে ধুনট ফুটবল একাডেমী বিজয়ী হয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
ধুনট ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার এসআই রুহুল আমিন খান, এসআই মোরশেদুল ইসলাম, ধুনট পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, ধুনট উপজেলা আ’লীগ নেতা শামীম মন্ডল, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন প্রমূখ।