পলাশবাড়ীর রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করলেন এমপি স্মৃতি

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীর রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উক্ত নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সাবিউল ইসলাম, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম জহুরুল ইসলাম, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বিদ্যালয় সভাপতি সর্দার মোঃ শহিদ হাসান লোটন, প্রধান শিক্ষক মোস্তাকিম বিল্লাহ।

বিদ্যালয়সূত্রে জানাযায়, ৫ রাখ ২৪ হাজার ৯৭৫ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। তার মধ্যে এমপি’র বরাদ্দ ১ লক্ষ টাকা ও জেলা পরিষদের বরাদ্দ ১ লক্ষ টাকা পেয়েছি। অবশিষ্ট ৩ লক্ষ ২৪ হাজার ৯৭৫ টাকা নিজস্ব অর্থায়নে ব্যয় করছে প্রতিষ্ঠানটি।