নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : বগুড়া
বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির বিশেষ সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সাগর কুমার রায় সভাপতি, আব্দুল মতিন সরকার সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে নামাজগড় শুকরা সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আলী হায়দার খান, নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মোকলেছার রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, জালাল উদ্দিন প্রমূখ।