জাফরুল সাদিক, নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : সারিয়াকান্দি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল বিকেলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান।
সম্মেলন শেষে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল সভাপতি ও আবদুল খালেক দুলু সাধারণ সম্পাদকের পদে নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন।
এদিকে সভাপতি পদে সাংসদ সাহাদারা মান্নানের নাম বাদ পড়ায় অনেক নেতা কর্মী আবেগ আপ্লুত হয়ে পড়েন। অপরদিকে কমিটি ঘোষণা করা পর সাধারণ সম্পাদক আবদুল খালেক দুলু কান্নায় ভেঙ্গে পড়েন।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি হওয়ার আগে রেজাউল করিম মন্টু মন্ডল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আবদুল খালেক দুলু পালন করছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব।
এর আগে ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়েছিলো। তবে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য প্রফেসর মেরীনা জাহান এমপি, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আওয়াল শামীম, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমূখ।