নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট :
বগুড়ার ধুনট উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে সুসংগঠিত করার লক্ষে শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে ধুনট মহিলা কলেজ প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি মো: আলমগীর বাদশা।
ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য বগুড়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা ও সদস্য ইদ্রিস আলী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌর কৃষকলীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ খান, চিকাশী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, চৌকিবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাবিবর রহমান, সাধারণ সম্পাদক হোসেন রানা, কালেরপাড়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ফজলুল হক, যুগ্ন আহবায়ক আরিফুর রহমান প্রমূখ।