নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার জেলা ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলার আসামী পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির (২১) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে বগুড়া সদর থানাধীন পুরান বগুড়া এলাকার তাসিন ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১টি ট্রিগার ও ম্যাগজিন সংযুক্ত থ্রী নট থ্রী কাটা রাইফেল, ১টি বার্মিজ চাকু, ১টি প্লাস্টিকের চাকু এবং ২টি এসএস পাইপ উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির (২১) বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা চাকলমা মুন্সিপাড়া এলাকার ফজলে মাবুদ শাহিনের ছেলে।
বগুড়া ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২০২১ সালের ১১ মার্চ রাত ৯টার দিকে বগুড়া জিলা স্কুলের সামনে এজাহারভুক্ত ১নং আসামী আব্দুর রউফ তার সঙ্গীয় অন্যান্য আসামীদের সহায়তায় ছাত্রলীগ নেতা তাকবীর ইসলাম খানকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২০২১ সালের ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তাকবির মৃত্যুবরণ করে।
ডিবি পুলিশ আরো জানান, এঘটনায় মামলা দায়েরের পর রহস্য উদঘাটনের চেষ্টা করা হয়। একপর্যায়ে মামলার তদন্তে আসামী আল আমিনের দেওয়া স্বীকারোক্তিমূলক প্রদত্ত জবানবন্দিতে পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির এর নাম প্রকাশ করে।
এরপর জেলা গোয়েন্দা শাখার একটি দল আসামী পারভেজ ওরফে মুক্তাদিরকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারী বগুড়া সদরের পুরান বগুড়া এলাকার তাসিন ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে আসামী পারভেজকে গ্রেফতার করা হয়। এসময় তার কক্ষ থেকে ১টি ট্রিগার ও ম্যাগজিন সংযুক্ত থ্রী নট থ্রী কাটা রাইফেল, ১টি বার্মিজ চাকু, ১টি প্লাস্টিকের চাকু এবং ২টি এসএস পাইপ উদ্ধার করা হয়।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পারভেজ স্বীকার করে যে, বগুড়া সদর থানাধীন তাকবীর ইসলাম খান হত্যার ঘটনায় জড়িত রয়েছে। সে তাকবীর ইসলাম খান হত্যা মামলা হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত আসামী পারভেজকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।