নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনট উপজেলায় শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে দিবসটি পালন উপলক্ষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের পক্ষে তার ছেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
এছাড়াও ধুনট উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানা পুলিশের পক্ষে ওসি কৃপা সিন্ধু বালা এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।