নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনট উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে ধুনট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, রেজাউল করিম দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।