নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে মথুরাপুর আমেনা ময়েন আলোয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মথুরাপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
মথুরাপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গোলাম মর্তুজার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসিন আলম, সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক ফরিদুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আল হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি অমিন মিন্টু, ধুনট পৌরসভার কাউন্সিলর রঞ্জু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার সহ উপজেলা, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।