জাফরুল সাদিক, নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: সারিয়াকান্দি:
সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদকের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারচী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
নারচী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান খোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, নারচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন বান্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক টেপা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুখু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, নারচী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ছাকা প্রমুখ।