ধুনটে গাঁজাসহ দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনট উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার গাবতলী উপজেলার বেলতলা গ্রামের খোকা ফকিরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও হবিবুর সেখের ছেলে শিহাব উদ্দিন (৩০)।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ২ শে ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধুনট থানাধীন বেড়েরবাড়ি উত্তরপাড়া এলাকার একটি গাছের বাগান থেকে ১০০ গ্রাম গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।