আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
দীর্ঘ নয় বছর পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করবেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান।
সম্মেলনে সভাপতিত্ব করবেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য জনাব আব্দুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এসএম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ নুরুল ইসলাম ঠান্ডু, আক্তার জাহান, প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বাবু বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আব্দুর রহমান, সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।