নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনট উপজেলায় ডায়াবেটিস, রক্তচাপ ও কিডনি রোগ নিরূপণ কর্মসূচির অংশ হিসেবে ‘এসবিএফ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার (২৪) দিনব্যাপি ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সোনার বাংলা ফাউন্ডেশনের চীফ অপারেটিং অফিসার (সিওও), সচিব (অবঃ) হোসনে আরা বেগমের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডাঃ আবু হেনা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ও জনপ্রিয় কন্ঠশিল্পী এস আই টুটুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ধুনট উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম সোবাহান প্রমূখ।