ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি খ্যাত বগুড়ার জেলার ধুনট উপজেলা এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পেলেও তা বর্তমানে আওয়ামীলীগের ঘাঁটিতে পরিনত হয়েছে। এই সময়ের মাঝে বিএনপি তাদের পুরনো রাজনৈতিক ঐহিত্য ধরে রাখারও চেষ্টা করেছে অনেকবার। কিন্তু মামলায় জর্জরিত হয়ে এবং পূর্ণাঙ্গ কমিটি না থাকায় ধীরে ধীরে নিস্ক্রীয় হয়ে পড়ে ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম।
২০১৮ সালের পর থেকে প্রকাশ্যে সভা-সমাবেশও করতে দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। তাই দীর্ঘ ৪ বছর পর নতুন নেতৃত্বে আবারো ঘুরে দাড়ানোর চেষ্টা করছে ধুনট উপজেলা বিএনপি। গত ১৮ ফেব্রুয়ারী বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক এ্যাড: সাইফুল ইসলামের স্বাক্ষরিত দলীয়পত্রে ধুনট উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার ও ১নং সদস্য তৌহিদুল আলম মামুনকে সাংগঠনিক ক্ষমতা প্রদান করেন। এই কমিটির আহবায়ক আব্দুল মতিন মন্ডলের মৃত্যু জনিত কারনে দল পূর্ণ:গঠনের লক্ষ্যে হাতেমুজ্জামান তালুকদার ও তৌহিদুল আলম মামুনকে সাংগঠনিক ক্ষমতা প্রদান করা হয়। তাদের নেতৃত্বেই ধুনট উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণগঠিত হতে যাচ্ছে।
এদিকে নতুন নেতৃত্ব পেয়েই ২৫ ফেব্রুয়ারী বিকেলে ধুনট উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার ও ১নং সদস্য তৌহিদুল আলম মামুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা ধুনট বাজারে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ধুনট বাসষ্ট্যন্ড এলাকা থেকে বের হয়ে ধুনট বাজারের কলাপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। পরে অস্থায়ী দলীয় কার্যালয়ে এক আলোচনা করে ধুনট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
ধুনট উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাতেমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, আবুল মনছুর পাশা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা জানান, তৌহিদুল আলম মামুন দীর্ঘদিন ধুনট উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ধুনট উপজেলা বিএনপি একটি শক্তিশালী কমিটিতে পরিনত হয়েছিল। কিন্তু ২০২০ সালের দিকে ধুনট উপজেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু নেতৃত্বের অভাবে ধীরে ধীরে নিস্ক্রীয় হয়ে পড়ে বিএনপির সকল কার্যক্রম। তাই দলকে পূর্ণ:গঠন করতে আবারও তৌহিদুল আলম মামুনকে ধুনট উপজেলা বিএনপির দায়িত্ব দেয়ায় নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছে।
এব্যাপারে ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য একেএম তৌহিদুল আলম মামুন বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকে এপর্যন্ত বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। তারপরও নেতাকর্মীরা ঝুঁকি নিয়ে দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। তাই নতুন নেতৃত্বে বিএনপিকে আবারো ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে।