আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৫ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মনির ও গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়াকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারের উপর অতর্কিত হামলার ঘটনাকে কেন্দ্র করে এই বহিষ্কারের নোটিশ প্রকাশ করা হয়।