ধুনটে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদন, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনট উপজেলায় ইতি বেগম (৫৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালি গ্রামে এঘটনা ঘটে। নিহত ইতি বেগম ওই গ্রামের বাদশা মন্ডলের স্ত্রী।

স্থানীয়সূত্রে জানাযায়, ইতি বেগম (৫৫) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ২৬ ফেব্রুয়ারী ইতি বেগম তার পাশর্^বর্তী বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে ধুনট থানার এসআই মনজুর মোর্শেদ বলেন, এব্যাপারে কোন অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।