আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
বাংলাদেশের নবগঠিত কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মেয়ে রাশিদা সুলতানা এমিলি। রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার’সহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। নবগঠিত এই নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কাজিপুরের উপজেলার লক্ষীপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের ইসহাক মোক্তারের কন্যা রাশিদা সুলতানা এমিলি। কর্মজীবনে তিনি জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধায় নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি অবসর জীবন-যাপন করছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রীপরিষদ বিভাগে প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন নির্বাচন কমিশনার এর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। আর চারজন নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জর্জ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো: আলমগীর, সাবেক সিনিয়র সচিব মো: আনিছুর রহমান। কাজিপুরের মেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনার নিয়োগ পাওয়ায় কাজিপুরের সকল স্তরের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে।
চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল জানান, আমাদের ইউনিয়নের মেয়ে এখন বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এ আমাদের অত্যন্ত গর্বের বিষয়, শুধু আমাদের নয়, তিনি পুরো কাজিপুর তথা সিরাজগঞ্জের গর্ব।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমাদের কাজিপুরের সন্তান আজ প্রধান নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। কাজিপুরের সকল স্তরের জনসাধারণের জন্য এটা একটা খুশির সংবাদ। এই বিশেষ কৃতিত্বের জন্য কাজিপুর উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।