নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম।
ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান খসরু খান নুপুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আল আমিন, আ’লীগ নেতা গোলাম সোবাহান, ভাইস চেয়ারম্যান মহসীন আল, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খান প্রমূখ।