নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: সিরাজগঞ্জ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিশেষ অভিযানে প্রায় ৬০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক (৩৮) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান (অর্ডন্যান্স) এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিআরপিসি চড়িয়া কান্দিপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী আলামিন হক রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা মল্লিকপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।