নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : ধুনট
বগুড়ার ধুনটে কো-অপ্টের মাধ্যমে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি।
শুক্রবার সন্ধ্যায় ধুনট পিজ্জা কর্ণারে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য জানান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম।
তারা জানান, ধুনট উপজেলা আওয়ামীলীগের কমিটিতে কো-অপ্টের মাধ্যমে সাবেক ছাত্র নেতা মাইদুল ইসলাম রনিকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও কো-অপ্টের মাধ্যমে আরো ৫ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হয়। তাদের মধ্যে সাবেক অধ্যক্ষ বজলুর রশিদকে সহ-সভাপতি, সিরাজুল হক লিটনকে যুগ্ন সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম চাঁনকে কৃষি বিষয়ক সম্পাদক, প্রভাষক রানাউল আমিন ও পৌর কাউন্সিলর রনজু মল্লিককে সদস্য করা হয়েছে।
প্রেস কনফারেন্সে আ’লীগ নেতা গোলাম সোবাহান বলেন, গত ৮ জানুয়ারি ধুনট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় রেজুলেশন করে কো-অপ্টের মাধ্যমে ৬ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয় এবং তা শুক্রবার প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হলো।