নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপি জামায়াত কর্তৃক আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান্যান মহসীন আলম, সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল, শফিকুল ইসলাম, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, সদস্য আলেফ বাদশা, কাউন্সিলর রঞ্জু মল্লিক, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমূখ।