নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে পুলিশের বাধার মুখে বিএনপির মিছিল পণ্ড হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে ধুনট বাজারের রাহাত হোটেলের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে এতে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা ধুনট হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে।
এতে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক মন্ডল, ভিপি আবুল মনছুর পাশা, বিএনপি নেতা আমিনুল ইসলাম, আইয়ুব আলী, আব্দুস সাত্তার, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কবির উদ্দিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহিদ মাহমুদ সুমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদত হোসেন প্রমূখ।
বিএনপি নেতা ভিপি আবুল মনছুর পাশা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরের দিকে ধুনট বাজারের রাহাত হোটেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।