নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ঢাকা :
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, এক সময় নারীরাই বিচার বিভাগে নেতৃত্ব দিবেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে নির্যাতন এবং নিগ্রহের শিকার হওয়া নারীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অপরিসীম মমত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপনের ইতিহাস রয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নারী আইনজীবীদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আরো বলেন, সারা দেশে এ পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ১১৫ জন ব্যক্তি সরকারি আইনগত সেবা গ্রহণ করেছেন, যার মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৬০০ জনই নারী। সরকারি আইনগত সহায়তা কার্যক্রম ভিন্ন এই বিপুল সংখ্যক নারীদের হয়ত অর্থ কিংবা সামর্থ্যের অভাবে মুখ বুজে সয়ে যেতে হতো কদর্য নিপীড়ন।
বিচারপতি কৃষ্ণা দেবনাথের সভাপতিত্বে ও ডেপুটি এটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আপিল বিভাগের বিচারপতি মোঃ নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশের এটর্নী জেনারেল সিনিয়র এডভোকেট এএম আমিন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট জেড আই খান পান্না, ডেপুটি এটর্নী জেনারেল আনোয়ারা শাহজাহান ও মানবাধিকার কমিশনের সদস্য এডভোকেট তৌফিকা করিম।