নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৩নং কুমারখালি ও ৪নং দিদারপাড়া ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান।
এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, রেজাউল করিম তালুকদার দুলাল, শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, সহ প্রচার সম্পাদক মহসিন আলম মিন্টু, সদস্য শফিকুল ইসলাম চাঁন প্রভাষক সিরাজুল হক লিটন, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশা, এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা এমএ তারেক হেলাল,
উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জামিউল আলম মিন্টু, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমেদ, যুবলীগের সভাপতি সুমন সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, ছাত্রলীগের সাবেক সভাপতি ফারাইজুল ইসলাম রিপন প্রমূখ।