কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
কাজিপুর উপজেলার যমুনায় বিভিন্ন স্থানে সরকারি নিয়ম কানুন উপেক্ষা করে কোনা জাল ও বেড় জাল দিয়ে অবাধে জাটকা নিধন চললেও নীরব ভূমিকায় রয়েছে মৎস্য বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, কাজিপুর উপজেলার মেঘাই, পাটাগ্রাম ও শুভগাছা ঘাট থেকে রাত-দিন মৎস্য শিকারীরা জাটকা মাছ ধরে তা প্রকাশ্যে বাজার জাত করছে।
মৎস্যজীবিদের একটি সূত্রে জানা গেছে, শূভগাছা ইউনিয়নের প্রদিব নামের এক জেলে বেড় জাল দিয়ে শূভগাছা ও পাটাগ্রাম এলাকার যমুনা নদী থেকে জাটকা মাছ ধরে বাজার জাত করছে।
এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, মৎস্য বিভাগের কতিপয় অসাধু লোকজনের যোগসাজসে মৎস্য শিকারীরা জাটকা মাছ শিকারে উৎসাহী হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় এক মৎস্য কর্মকর্তা জানান, আমরা জাটকা শিকারী ধরার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি।