নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক ও সাংবাদিক জিয়াউল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ধুনট মডেল প্রেসক্লাবের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।
ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক ফজলে রাব্বি শুভর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শাওন আহম্মেদ সুমন, সদস্য প্রভাষক ও সাংবাদিক মোকছেদুল হাসান ফারুক, সাংবাদিক হেলাল উদ্দিন সরকার, সাংবাদিক রকিবুল হাসান, শাহ আলম জীবন, সৌরভ রাজ, গোবিন্দ রায় ও রুস্তম আলী বিদ্যুৎ।
অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন গবেষক আব্দুর রাজ্জাক, শিক্ষক তপন কুমার দেব, কবি মোকলেছুর রহমান আরজু, স্বাধীন আহম্মেদ প্রমূখ।
উল্লেখ্য, গত ৯ মার্চ ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউল হককে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়।