ধুনটে ১০২ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ১০২ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় ১০২ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের মুজিব চত্বরে ১০২ পাউন্ড কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম প্রমূখ।