নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার আড়কাটিয়া-মোহনপুর পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে সংস্কার কাজের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা (অতি:) রোমানা আফরোজ, উপসহকারী প্রকৌশল কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মনির হোসেন, রফিকুর ইসলাম, জহুরুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, যুবলীগ নেতা রাজিবুজ্জামান, শ্রমিকলীগ নেতা রুবেল মাহমুদ প্রমূখ।