বগুড়ায় র‌্যাবের চেকপোষ্টে ২৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় র‌্যাবের চেকপোষ্টে একটি প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ২৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড় এলাকা থেকে প্রাইভেট কার সহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুর জেলার মতবল থানাধীন এখলাছপুর বাবুল হোসেনের ছেলে সুজন হোসেন (২৪) এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন উত্তর সিংরীমারী এলাকার রফিকুল ইসলামের ছেলে সুমন ইসলাম (২৩)।

র‌্যাব জানায়, বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশের্^ “মাহাথীর হোটেল এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট” এর সামনে ফাঁকা জায়গায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।