ধুনটে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং বঙ্গবন্ধু হতে প্রধামন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : ধুনট
বগুড়ার ধুনটে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং বঙ্গবন্ধু হতে প্রধামন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারের মুজিব চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু প্রমূখ।