সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌরসভা হলরুমে আগামী ৩১শে মার্চ শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভিপি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় সভায় বক্তব্য আরো রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোকামতলা ইউনিয়ন চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক এমদাদ, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর আলম মাষ্টার, স্বেচ্ছাসেবক লীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সোহেল আক্তার মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহিন শাহ মন্ডল, ছাত্রলীগ নেতা মাসুম পারভেজ মুকুল, রাকিবুল হাসান রাকিব, আবু রায়হান, আমানুল হক আরমান, ওমর ফারুক রনি, ইমামুল মোস্তাক জয় প্রমুখ।